ক্ষেতলালে হত্যা মামলার পলাতক আসামি আ‍‍`লীগ নেতা নাদিম ঢাকা থেকে গ্রেফতার

ক্ষেতলাল (জয়পুরহাট ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৭:৪১ পিএম

আত্মগোপন থাকা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।

র‍্যাবের একটি দল  ঢাকার উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে  তাঁকে গ্রেপ্তার করে। আনোরুজ্জামান তালুকদার নাদিমকে নিতে জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাতেই ঢাকায় গেছে। আজ শুক্রবার তাঁকে জয়পুরহাটে আনা হবে বলে জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে।

আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম উপজেলার বানাইচ গ্রামের মৃত তোতার ছেলে। আনোয়ারুজ্জামান তালুকদার আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে হত্যাসহ ১৪ টি মামলা হয়েছে। আনোয়ারুজ্জামান তালুকদারের নামে অন্তত ছয়টি মামলা থাকার কথা জানিয়েছে ডিবি পুলিশ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আনোয়ারুজ্জামান তালুকদার  আত্মগোপন  ছিলেন।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম শুক্রবার দুপুরে বলেন, আনোয়ারুজ্জামান তালুকদারের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। র‍্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে তাঁকে উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আমরা তাঁকে নিতে ঢাকায় এসেছি।

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব আজ শুক্রবার দুপুরে  বলেন, ঢাকায় আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম গ্রেপ্তার হয়েছেন। জয়পুরহাটে তাঁকে আনা হচ্ছে।

আরএস