বাকেরগঞ্জে ইউএনওর কম্বল উপহার পেয়ে খুশি শীতার্তরা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০২:৪৮ পিএম

কনকনে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। বিত্তবানরা শীতের ভালো কাপড়চোপড় কিনতে পারলেও সমাজের ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ কিনতে পারেনা শীতের কাপড়।

তাদের শীতের কষ্ট লাঘবে দিনমজুর, আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র ও ফুটপাতে থাকা ভবঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তিনি বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর, কবাই, দুধল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও দুটি আশ্রয়ন প্রকল্পে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন।

কম্বল পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বৃদ্ধ আব্দুর রহিম ও হতদরিদ্র শেফালি বেগম বলেন, কয়েকদিন ধরে শীতে অনেক কষ্ট করতেছি। সামর্থ্য না থাকায় শীতের পোশাক কিনতে পারিনি। ঘরের সামনে লোকজনের শব্দ পেয়ে দরজা খুলে দেখি আমাদের ইউএনও স্যার কম্বল নিয়ে হাজির হয়েছেন। এই কম্বল পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। শীতে আমাদেরকে আর কষ্ট করতে হবে না।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, জেলা প্রশাসক স্যারের দিক-নির্দেশনায় তিনি সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শুক্রবার রাতে উপজেলার পাদ্রীশিপুর, কবাই ও দুধল ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ২০০ জনকে শীতবস্ত্র কম্বল প্রদান করেছেন। শীতে তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। শীতে এই শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম ও মানবিক কাজ অব্যাহত থাকবে।

আরএস