ফেনীতে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ব্যাটালিয়ন সদর মেইন গেইটের সম্মুখে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্ত ২০০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ফোর বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দাগন ভূঞা উপজেলার জায়লস্কর এলাকার ২০০ জন গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
সূত্র আরও জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অসহায় মানুষের মাঝে আত্মমানবতার সেবায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরএস