শ্রীপুরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৪:১৪ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সমিতির ব্যবস্থাপনা কমিটি ও কাল্ব কর্তৃপক্ষের আয়োজনে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে নির্বাচনি বিশেষ সভা ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিটির সভাপতি আবু মুসা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ সময় নির্বাচন কমিটির সদস্য মো. শিমুল হোসেন ও রওনক জাহান উপস্থিত ছিলেন।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনারস প্রতীকের খোন্দকার আবু নইম সভাপতি ও মাছ প্রতীকে মো. বাকিবিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটিতে সহ-সভাপতি বই প্রতীকে শরিফুল ইসলাম, সদস্য আম প্রতীকের গোলাপী পারভিন, মোরগ প্রতীকে সাইফুল ইসলাম ও ঘুড়ি প্রতীকে মো. কামাল বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের মাগুরা জেলা শাহাজুল হক, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, শ্রীপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, উপজেলা বিএনপি‍‍`র সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নাজমুল হাসান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল প্রমুখ।

ইএইচ