নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আল ইত্তেহাদ ফাউন্ডেশনে’র উদ্যোগে দুস্থ্য অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে ধামইরহাট সিদ্দিকীয়া ফাযিল ডিগ্রি মাদরাসা মাঠে শতাধিক দুস্থ শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. কাওছার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ তরিকুল ইসলাম, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলম লিটন, সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন, সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ, মোস্তাকিম হোসেন গোল্ডেন, ইলিয়াস হোসাইন, ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আশেক মাহমুদ প্রমুখ।
ইএইচ