সরিষাবাড়ীতে এই প্রথম এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৫:২৫ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে এই প্রথম এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের (পাম্প) উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের দিগপাইত-তারাকান্দি-ভুয়াপুর প্রধান সড়ক সংলগ্ন একুশের মোড় এলাকায় স্থাপিত এই পাম্প উদ্বোধন করা হয়।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাম্পের মালিক মামুন অর-রশিদ ফকিরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক পৌর মেয়র ফয়েজুল কবির তালুকদার শাহীন।

এছাড়া অন্যান্যদের উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রন্জু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চাঁন মিয়া চানু, তারাকান্দি সিবিএ সভাপতি সফিকুল ইসলাম, সম্পাদক মোর্শেদ আলম তালুকদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘সরিষাবাড়ীতে এই প্রথম মেমার্স মামুন এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন স্থাপিত হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। এলপিজি গ্যাস পরিবেশবান্ধব ও সাশ্রয়ী। এই গ্যাস ব্যবহারে ঝুঁকিও অনেক কম। সরিষাবাড়ী সুস্থ্য ও সুন্দর রাখতে মেমার্স মামুন এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন অন্যরকম ভূমিকা পালন করবে।

পরে আলোচনা শেষে উদ্বোধনের মাধ্যমে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

ইএইচ