বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাটোর জেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শীঘ্রই নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক নতুন নেতৃত্ব গঠনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নাজিরপুর মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ আলী বলেন, ‘জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হলে অটোমেটিকভাবে জেলার সকল উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত হয়ে যায়। তাই জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণার পর দ্রুতই আমাদের উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত হবে।’
বিএনপি নেতাকর্মীরা আশা করছেন, নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
ইএইচ