কুড়িগ্রাম হাসপাতালে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের অনশন

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৬:০৭ পিএম

কুড়িগ্রামে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জনবল সংকটের অযুহাতে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীরা অনশন পালন করেছে।

শনিবার হাসপাতাল প্রাঙ্গণে সকাল থেকে বিকাল পর্যন্ত এ অনশন কর্মসূচি পালিত হয়।

সাধারণ শিক্ষার্থীদের এ অনশনের সাথে সংহতি প্রকাশ করেছে কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

হাসপাতালের সামনে অনশনে অংশ নেন- ছাত্র আবরার শাহরিয়ার, আরমান হোসেন, লোকমান হোসন লিমন, মাহমুদুল হাসান, নাজমুল হাসান।

অনশন চলাকালীন সময় তাদের নিকট বিভিন্ন স্লোগানের প্লেকার্ড লেখা ছিল।

এ বিষয় কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাজ্য জ্যোতি বলেন, চিকিৎসাসেবা পাওয়া আমাদের নাগরিক অধিকার। কিন্তু কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সিন্ডিকেট চক্রের কারণে নানা অনিয়ম আর দুর্নীতি বিরাজ করছে। এসব ঘটনার প্রতিবাদ করলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হেনস্তার স্বীকার হতে হয়। আজকে সাধারণ শিক্ষার্থী আবরার শাহরিয়ার প্রথমে অনশন শুরু করলেও পরে আরও একাধিক শিক্ষার্থী অংশ নেয়। আমরা বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি।  

পরে বিকালে দুই কার্যদিবসের মধ্যে সমস্যা নিরসনের আশ্বাস দিয়ে হাসপাতালের তত্বাবধায়ক স্বাক্ষর দেন।

এ সময় কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, তত্বাবধায়ক ডা. শহিদুল্লা লিংকন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান সরদার শিপন এসে আন্দোলনকারীদের অনশন ভাঙেন।

ইএইচ