শালিখায় অটিজম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শালিখা (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৭:৫০ পিএম

মাগুরা জেলার শালিখা উপজেলায় তসদিকুর রহমান হিল্লোলের সৌজন্যে পুলুম বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমরান কবির বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মো. মমতাজ উদ্দিন মোল্লা, স্কুলের সেক্রেটারি মো. রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সুমন।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, ইউপি সদস্য ও বিএনপি নেতা খন্দকার মামুন হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. মাহফুজুর রহমান।

বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে ৩০০টি কম্বল বিতরণ করা হয়।

ইএইচ