তালায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৭:৫৩ পিএম

সাতক্ষীরার তালায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে জালালপুর শ্রীমন্তকাটি স্কুলমাঠে জালালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি খালিদ বিন ওয়ালিদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা কৃষক দলের আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য রমিজ উদ্দিন রুমি।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাললপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জামের আলী মেম্বার, খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান হাছিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, উপজেলার কৃষক দলের যুগ্ম আহবায়ক মিন্টু রহমান গাজী,  জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন সরদার, ইউপি সদস্য আনারুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা,  ইউনিয়ন যুবদলের আহবায়ক মাছুদ রানা, ইউনিয়ন যুবদলের  সদস্য সচিব আল আমিন ফকির, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাভলু রহমান, ছাত্রদলের সভাপতি ইমরান মোড়ল  প্রমুখ।

ইএইচ