ফরিদপুর আদালতে জোড়া খুনের ৩৫ জন আসামিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন বিচারক সরোয়ার আহমেদ।
আসামিরা হলো— আবু খালাসী (৫৫), ভূগোল খালাসী (২৭), নাজিম খালাসী (৩৭), জাকির খালাসী (৩২) সহ ৩৫ জন।
জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইল বাড়ি ২০২২ সালের মে মাসের ৩ তারিখে (ঈদের নামাজের পরে) আসামিরা হামলা চালাই।
এ সময় খাইরুল শেখ (৪৫) ও আকিদুল শেখকে (৪২) কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় তাদের চাচাতো ভাই মোস্তফা জামান সিদ্দিকী ১০৮ জনকে আসামি করে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৮৯। মামলার অপর আসামিরা জামিনে আছেন।
বাদী পক্ষের উকিল অ্যাডভোকেট শেখ কুবাদ হোসেন বলেন, জোড়া খুনের ৩৫ জন আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে আদালতে জামিনের জন্য উঠলে বিচারক তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়ে দেন।
বিআরইউ