ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর সাংবাদিক হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মো. সাইফুল ইসলাম মোল্লাকে (৩৮) অভিযান চালিয়ে আটক করেছে র্যাব-৮, সিপিএসসি বরিশালের ভোলা ক্যাম্পের সদস্যরা।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের নুরমিয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা ক্যাম্প কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত।
তিনি জানান, ভোলা র্যাব ক্যাম্প সিপিএসসি, র্যাব-৮ বরিশালের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ভোলার বোরহানউদ্দিন থানার চাঞ্চল্যকর সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি মো. সাইফুল ইসলাম মোল্লাকে (৩৮) আটক করা হয়।
আটক সাইফুল মোল্লা উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর কোড়ালিয়ার মৃত জলিল মোল্লার ছেলে।
তিনি আরও জানান, আসামি সাইফুল মোল্লাকে আপাতত ভোলা সদর মডেল থানা হস্তান্তর করা হয়েছে।
ইএইচ