দুর্গাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে অর্থদণ্ড

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ১১:২৬ পিএম

রাজশাহীর দুর্গাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে চারটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার সকালে রাজশাহী ওষুধ প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর বাজারে মেডিকেল মোড়ে অভিযান পরিচালনা করা হয়।  

এ সময় চারটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অ্যাক্সিকিউটিভ  ম্যাজিস্ট্র্রেট  সুমন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসনের পক্ষে রাজশাহী দপ্তরের তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী বলেন, দোকানে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের ওষুধ পাওয়া গেছে। যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ অভিযানের মাধ্যমে তাদের সতর্ক হওয়ার একটি বার্তা দেয়া হয়েছে। ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নিয়ম মেনে অভিযান চালানো ও অর্থদণ্ড দেয় হয়েছে।

ইএইচ