গোয়ালন্দে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০২:৪৮ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়া (পৌর ২ নম্বর ওয়ার্ড) এলাকায় অভিযান পরিচালনা করে রাহিমা আক্তার (২৯) নামে এক নারী মাদক কারবারিকে ফেনসিডিলসহ আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।

সোমবার সকালে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

আটক মাদক রাহিমা আক্তার (২৯) পৌর দুই নম্বর ওয়ার্ড উজান চর দেওয়ান পাড়ার ওবায়দুর সরদারের স্ত্রী।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড উজানচর দেওয়ান পাড়া এলাকায় আসামির বসত বাড়িতে তল্লাশি চালিয়ে রান্না ঘর থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ