স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর রাজশাহী প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

রাজশাহী ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৫:৩৬ পিএম

ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলুর সাথে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় রাজশাহী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের অপেশাদার আচরণের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী প্রেসক্লাব।

রোববার বেলা ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

একই সাথে অনুলিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বরাবর প্রেরণ করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্মমহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক শাহ্ সুফি মহিব্বুল আরেফিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, কোষাধক্ষ ওমর ফারুক, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান, সিনিয়র সাংবাদিক ও সদস্য সুজা উদ্দীন ছোটন ও জাহিদ হাসান, ফারুক আহম্মেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় সুজা উদ্দীন ছোটন বলেন, ‘নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। দিনে-দুপুরে ডাক্তারকে অপহরণ, বাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখলবাজি, চাঁদাবাজি, ফুটপাত দখল আর সন্ত্রাসী কর্মকাণ্ড এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাতে করে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি কারণে নগরবাসী চরম নিরাপত্তাহীনতার মাঝে রয়েছে।’

পরে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলুর নেতৃত্বে দুপুর দেড়টার দিকে রাজশাহী প্রেসক্লাবের প্রতিনিধি দল পুলিশ সুপার ফারজানা ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা নিশ্চিতের জন্য কঠোর অবস্থানে থেকে জনগণের বন্ধু হিসেবে কাজ করবেন বলে জানান। পাশাপাশি তিনি রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে   সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইএইচ