মুক্তাগাছায় বার্ষিক শিশু সমাবেশ ও উপহার প্রদান

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৬:০৭ পিএম

মুক্তাগাছায় বার্ষিক শিশু সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠানের মাধ্যেমে প্রতিবন্ধী ও নির্বাচিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার বাঁশাটি ইউনিয়নের জয়দা গ্রামে এই কম্বল ও খাতা বিতরণ করেন ওয়াল্ডভিশন। 

মুক্তাগাছা উপজেলার দুল্লা, মানকোন, বাঁশাটি ও পৌর এলাকার স্পনসর শিশুদের মাঝে কম্বল ও খাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশন মুক্তাগাছা এপি মেনেজার রোলেন্ড গমেজ। এসময় তিনি বলেন এবছর ওয়াল্ড ভিশন বাংলাদেশ ১৯৯৪ জন শিশুদের জন্য কম্বল বিতরণ করছে যার মধ্যে ১৯৩৪ জন নিবন্ধিত শিশু ও ৬০জন প্রতিবন্ধী শিশু রয়েছ। কম্বলের সাথে তাদের ৩টি করে খাতাও উপহার হিসাবে প্রদান কারাি হচ্ছে। যাতে শিশুরা আনন্দের সাথে শিক্ষা নিতে পারে। 

এসময় আরো উপস্থিত ছিলেন বাঁশাটি ইউনিয়নের প্যনেল চেয়ারম্যন আব্দুল গফুর দুদু, মহিলা কাউন্সিলর উম্মে কুলসুম, প্রোগ্রাম অফিসার রাশিদুল আলম রাশেদ, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি চিত্রাদে, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুমানা রশিদ, হেল্থ এসিস্টেন্ড নূরে আলম সিদ্দিকী প্রমুখ্য।

আরএস