হবিগঞ্জ মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের জন্য ভ্রাম্যমাণ আদালত আব্দুল হাকিম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের দুর্গানগর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের জন্য জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। সরকারি আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে অভিযান সবসময় অব্যাহত থাকবে।
আরএস