টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৬:৪৮ পিএম

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান মতবিনিময় করছেন।

সোমবার (৬ জানুয়ারি)  পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, মাদক সম্পূর্ণ নির্মূল করতে পারবো কি পারবো না সে বিষয়ে বলতে পারবো না। তবে মাদকগুলো কোন জায়গা থেকে আসছে কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে সেই মূল জায়গাটা নিয়ে কাজ করতে চাই। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবো। মানুষকে মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সে বিষয়গুলো নিয়েও কাজ করবো। সর্বোপরি জেলায় কর্মরত সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করার আগ্রহের কথা ব্যক্ত করেন নবাগত মিজানুর রহমান।

উল্লেখ্য, তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। 

চাকরিকালীন সময়ে তিনি র‌্যাবে এবং গাজীপুরে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা।

আরএস