কালাইয়ে আশ্রয়ণ প্রকল্পে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৮:৪৮ পিএম

জয়পুরহাটের কালাইয়ের মাত্রায় ও উদয়পুর ইউনিয়নের আদর্শ গ্রামের (আশ্রয়ণ প্রকল্পের) হতদরিদ্র শীতার্তদের মাঝে ১শ ৯০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় কালাই পৌরসভার পক্ষ থেকে  উপজেলা নির্বাহী অফিসার ও কালাই পৌরসভার প্রশাসক- শামিমা আক্তার জাহান এ কম্বল বিতরণ করেন।

এ সময় এসি ল্যান্ড ইফতেখার রহমান , মাত্রাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কালাই উপজেলায় প্রধান উপদেষ্টার দপ্তরের ১হাজার ৪ শ পিস,দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ৭শ পিস ও উপজেলা পরিষদের ক্রয়কৃত ২ হাজার  কম্বল বিতরণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আরএস