গাজীপুর মহানগরীর কাশিমপুরে জাল টাকার নোটসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
সোমবার (০৬ জানুয়ারি) রাতে কাশিমপুরের ৪নং ওয়ার্ডের কাজী মার্কেট এলাকার ডিবিএল ২ নম্বর গেটের সামনের পাকা রাস্তার পাশের একটি ফলের দোকান থেকে প্রতারণার মাধ্যমে জাল টাকা দিয়ে ফল কেনার সময় দোকানদারকে টাকা দিলে টাকা দেখে দোকানদারের সন্দেহ হওয়ায় টাকা পাল্টিয়ে দিতে বলে।
এসময় টাকা পাল্টে না দিয়ে বিভিন্ন রকম তালবাহানা করতে থাকে মাসুদুল হক বাদল ও আব্দুর রহমান।পরে তাদেরকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাসুদুল হক বাদল ও আব্দুর রহমানের দেহ তল্লাশি করে ১হাজার টাকার নয়টি নোট ও ৫ শত টাকার একটি নোটসহ মোট-৯ হাজার ৫শত টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার মাসুদুল হক বাদল, ঝালকাঠি জেলার নলছিটি থানার কাটাখালি গ্রামের রুস্তম আলীর ছেলে অপরদিকে আব্দুর রহমান খা ফরিদপুর জেলার সালথা থানার জয়কাল গ্রামের মৃত রুস্তম খা এর ছেলে।এছাড়াও তাদের নামে বিভিন্ন থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে জাল টাকাসহ প্রতারণার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে, তাদেরকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিআরইউ