মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০২:৪৫ পিএম

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ সহ ২ জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (০৭ জানুয়ারি) উপজেলা সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের সামনে থেকে ৩টি কাঁচের বোতলজাত ভারতীয় ম্যাগডুলস নাম্বার ওয়ান একটি ও অফিসার চয়েস দুই বোতল এবং পুরাতন প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য পাঁচ হাজার এবং মোটরসাইকেলের আনুমানিক মূল্য আশি হাজার টাকা। আটককৃত আসামিগণ বারহাট্টা উপজেলার বাহাদুরপুর গ্রামের মোঃরবিন মিয়া(২৪), অন্যজন ধর্মপাশার বেখইজুড়া গ্রামের মোঃবাবু মিয়া(২০)।

তথ্য নিশ্চিতের মাধ্যমে অফিসার ইনচার্জ মো. স্বজীব রহমান বলেন, আটক আসামিদের আদালত সোপর্দ করা হয়েছে।

বিআরইউ