ড্রেজার বন্ধ না হলে নৌ পুলিশ ফাঁড়ি অবরোধের ঘোষণা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৩:৫৪ পিএম

মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন  বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত হয় এই সমাবেশ। এতে অংশ নেন, কাঁঠালবাড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। তখন মানববন্ধনে বক্তারা, আগামী দুইদিনের ভিতরে অবৈধ ড্রেজার বন্ধ না হলে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি অবরোধ করার ঘোষণা দেন।

দীর্ঘদিন যাবত পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে ঐ এলাকার কিছু অসাধু বালু ব্যবসায়ীরা। স্থানীয়রা বেশ কয়েক বার নিষেধ করার পরেও কোন ভাবেই থামছে না। এ নিয়ে বিভিন্ন মিডিয়াতে  নিউজ প্রকাশ হয়েছিল। তাই আজ তারা কঠোর হুঁশিয়ারি দেন।

এই সময় উপস্থিত ছিলেন, কাঁঠালবাড়ি ইউনিয়ন  সাবেক মেম্বার তোতা মিয়া হাওলাদার, সাবেক মেম্বার লতিফ খান, সাবেক মেম্বার মাহমুদ ফকির, কৃষক কালা মিয়া হাওলাদার, হিরুন চৌকিদার,মান্নান মুন্সিসহ ছাড়াও এলাকার অসংখ্য মানুষ।

বিআরইউ