সরিষাবাড়ীতে ট‍্যাফে ট্রাক্টরের চাপায় কিশোরের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৫:২২ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে ট‍্যাফে ট্রাক্টরের চাপায় পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় হাসড়া মাজালিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামের ইট ভাটার শ্রমিক আয়নাল মিয়া ছেলে নয়ন মিয়া (১৫) বালু ভর্তি চলন্ত ট্রাক্টরে উঠতে যায়। এ সময় পা ফসকে ট্রাক্টরের পিছনের চাকার নিচে পড়ে যায়। বালু ভর্তি ট্রাক্টরটি বয়ড়া বাজার থেকে ধনবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. চাঁদ মিয়া বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের  পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা   হয়েছে।

বিআরইউ