শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন পুনাক সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ১১:২৭ এএম

‘হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক, শীতের প্রতিটি রাত, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে’ এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে অসহায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি রাতের আঁধারে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন।

মঙ্গলবার রাতে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে অসহায় ছিন্নমূল ভাসমান শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করেন পুনাক সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি।

এ সময় খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদিকা জেসমিন আক্তার, খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির বনিয়াতুল মুছাইয়াদা বনি, খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্য সচিব হাবিবা আক্তার রাখি, পুলিশ পরিদর্শক (নি.) কামরুন্নাহার লাইলীসহ জেলা পুনাকের অন্যান্য নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি, বলেন, ‘প্রকৃতির নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ অসহায়, দরিদ্র নিপীড়িত মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলে। তারা যাতে এই প্রকট শীতে কষ্ট না পায় সেজন্য পুনাকের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও এতিম শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম।

ইএইচ