মির্জাপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ১২:৩৬ পিএম

যুক্তরাজ্য প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় টাঙ্গাইলের মির্জাপুরে ২ শতাধিক শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার রশিদ দেওহাটা এলাকায় আর্ন এন্ড লিভের কেন্দ্রীয় কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান।

এ সময় উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, বাংলা টিভির মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. সানোয়ার হোসেন, আর্ন এন্ড লিভের উপদেষ্টা শাহ্ আল মাসুদ রানাসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ