কাশিমপুরে ভূমি অফিসের সার্ভার বন্ধ, জনদুর্ভোগ চরমে

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০২:৪৮ পিএম

ভূমিসেবা সার্ভারে সমস্যার কারণে গাজীপুর মহানগরীর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে গত এক মাসেরও বেশি সময় ধরে জমির খাজনা(ভূমি উন্নয়ন কর)আদায় বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে জমির নামজারি ও পর্চার সেবা।নামজারি ও খাজনা বন্ধ থাকায় জমি রেজিস্ট্রি করতে পারছেন না এলাকার লোকজন। 

এদিকে সার্ভার বন্ধ থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব। আর খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হচ্ছে না বললেই চলে। এতে করে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও জমি কেনা-বেচা না করতে পেরে এই মহানগরের মানুষ নানাবিধ সংকটে পড়েছে। তবে খুব দ্রুত সময়ে কার্যক্রম চালু হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন ভূমি অফিস।

সংশ্লিষ্টরা বলছেন, গত(২৬ নভেম্বর)থেকে অনলাইনে ভূমিসেবা সার্ভারটি বন্ধ রয়েছে।ফলে জমির নামজারি,খাজনা আদায় ও অনলাইনে জমির পর্চার সেবা বন্ধ রয়েছে।এতেই চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। তবে কবে নাগাদ কাটবে এই ভোগান্তি সেটিও বলতে পারছেন না কেউ।

কাশিমপুরের ২নং ওয়ার্ডের লস্কর চালা এলাকার আলহাজ্ব মিয়া বলেন, সার্ভারের সমস্যার কারণে প্রায় এক মাস ধরে আমাদের জমির খাজনা দিতে পারছি না।খাজনা দিতে না পারায় জমি রেজিস্ট্রি করাও সম্ভব হচ্ছে না। খুবই সমস্যায় আছি।

অপরদিকে ৩নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকার রমজান আলী নামের আরেক ব্যক্তি বলেন, আমাদের কিছু জমি জরুরি বিক্রি করা দরকার। এর জন্য নামজারি করা প্রয়োজন। সার্ভারে সমস্যার কারণে নামজারি করতে পারছি না, তাই জমিও বিক্রি করতে পারছি না।

গাজীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বিল্লাল হোসেন বলেন, হালনাগাদ খাজনার রশিদ ছাড়া দলিল রেজিস্ট্রি না হওয়ার কারণে জমির রেজিস্ট্রি অনেক কমে গেছে। আগে প্রতি সপ্তাহে যেখানে ৩০-৪৫টি দলিল রেজিস্ট্রি হতো।

এ বিষয়ে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল লতিফ জানান, অনলাইন সার্ভার বন্ধ হওয়ার পর থেকে কোনোরকমে কাজ চালিয়ে নিচ্ছি, তবে আশা করছি অতি দ্রুতই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর আমরা ঠিক আগের মতই গ্রাহকদের সেবা দিতে পারবো।

বিআরইউ