কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ আয়োজিত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক তারুণ্যের উৎসব উদযাপন কর্মশালায় ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য দেন- কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তানজিম হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা ইসলামি ছাত্রশিবির সভাপতি সুজন মিয়া।
উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- সরকারিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান সরকার, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. ওয়াজেদ আলী।
অনুষ্ঠিত তারুণ্যের উৎসব উদযাপন কর্মশালায় উপস্থিত ছিলেন সিংগারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজাদ হোসেন, ঘড়িয়াল ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, সিংগারডাবড়ীহাট দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রাজিকুল ইসলাম, কৃষি উপ-সহকারী কর্মকর্তা রামকৃষ্ণ চন্দ্র রায়, আজহারুল ইসলাম, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ, ইউনিয়ন পরিষদ সদস্য লিটন সরকার, আসাদুল হক, ফখরুল ইসলাম হিরা, ইউপি সদস্যা, শেফালী বেগম, নুরনাহার বেগম।
ইএইচ