জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া পৌর কমিটির আয়োজনে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া রেণইউক এন্ড যজ্ঞেস্বর সংলগ্ন গড়াই নদীর বাঁধ মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এ সময় বক্তব্য দেন- পৌর কমিটির সাধারণ সম্পাদক এ, কে বিশ্বাস বাবু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, বশিরুল আলম চাঁদ, জাহিদুল ইসলাম বিপ্লব, ইসমাইল হোসেন মুরাদ, কামাল উদ্দিন, আল আমিন কানাই, আব্দুল মাজেদসহ জেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে কুষ্টিয়া পৌর সভার ২১টি ওয়ার্ডে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মীসভা শেষে কুষ্টিয়া পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
ইএইচ