রাঙামাটিতে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৩:২২ পিএম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসন প্রাঙ্গণে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব এর মাসব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় পুলিশ সুপার এস. এম. ড. ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়টা গড়ে তুলতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে পরিবার, সমাজ, দেশকে গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, চলতি মাসের ১৬ তারিখ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত শহীদ আব্দুর শুক্কুর মাঠে ১০ দিনব্যাপী মেলা
অনুষ্ঠিত হবে। সেখানে উদ্যোক্তা এবং উদ্ভাবনকারীরা অংশ নেবেন। মেলায় এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরা হবে। এ ছাড়াও তারুণ্যের শক্তি মজবুদ করতে মাসব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। তরুণদের সেখানে অংশ নিতে তিনি অনুরোধ জানান।

এর আগে উৎসব পালন উপলক্ষ্যে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে অতিথিবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিআরইউ