নেত্রকোণায় অসহায় শীতার্ত মানুষের মাঝে বিজিবির কম্বল বিতরণ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৩:৩৪ পিএম

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সদর দপ্তর ও সীমান্ত একাকায় তিন শতাধিক দুস্থ অসহায়, হতদরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি মওসুমে ভারতীয় সীমান্তবর্তী নেত্রকোণা জেলায় হাড় কাঁপানো কনকনে শীত ও তীব্র শৈত্যপ্রবাহ পরিলক্ষিত হওয়ায় অসহায়, হতদরিদ্র, খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এরই প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুস্থ অসহায়, হতদরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।

এরই আলোকে বুধবার সকাল ১১টায় পারলাস্থ বিজিবি ক্যাম্পে ১০০ জন শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক মো. আওয়াল হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও জোয়ানরা।

এছাড়াও নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) উদ্যোগে ভারতীয় সীমান্তবর্তী চারুয়াপাড়া, বিজয়পুর, লেঙ্গুরা ও পাঁচগাওসহ প্রত্যন্ত অঞ্চলে আরো ২ শতাধিক হতদরিদ্র শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

ইএইচ