তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা’র সভাপতিত্বে এবং দুদুখার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন- মোহাম্মদ আলমাছ হোসাইন উপাধ্যক্ষ দক্ষিণ উজান চর ইসলামিয়া আলিম মাদ্রাসা, গোয়ালন্দ উপজেলা কর্মপরিষদ সদস্য জালাল হোসেন, উজান চর ইউনিয়ন পরিষদের সচিব ইব্রাহিম সরদার, সাবেক ইউপি সদস্য ও উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সলিম খান, ইউপি সদস্য ও প্যানেল মেম্বার আবুল হোসেন, সাবেক মেম্বার চুন্নু মীর মালত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাধন শেখ, আকিব সরদার, রবিন মন্ডল প্রমুখ।
ইএইচ