কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম।
মোবাইল কোর্টের সময় ইটভাটাগুলোতে জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া মাটি সংগ্রহ ও তা কাঁচামাল হিসেবে ব্যবহারের অপরাধ প্রমাণিত হয়। এ কারণে চন্দ্রখানার কে এম ব্রিকসকে ৫০ হাজার টাকা, কাশিপুরের ডব্লিউ এ এইচ ব্রিকসকে দেড় লাখ টাকা, এবং আজোয়াটারির এবি ব্রিকস ও এম এস এইচ ব্রিকসকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। চারটি ভাটার মালিকদের কাছ থেকে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। অভিযানের প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, পরিবেশ সুরক্ষা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ