ঝালকাঠিতে জেলা প্রশাসন ও প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০১:৪২ পিএম

ঝালকাঠিতে জেলা প্রশাসন ও প্রেসক্লাবের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো.কাওসার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, প্রেসক্লাব সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, মু. আব্দুর রশিদ, দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার সহ আরো অনেকে।

প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, এই সরকার মানবিক কাজে উৎসাহ  দিয়েছেন।সেই কাজগুলো বাস্তবায়ন করতে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।প্রধান উপদেষ্টার কার্যালয়ের থেকে ৩ হাজার পিস কম্বল পেয়েছি।নিম্ন আয়ের মানুষের কম্বল ক্রয় করতে অনেক কষ্ট হয় ।তাই সরকারের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছি।  আমরা এতিমখানা, আশ্রয়ণ প্রকল্প ও বিভিন্ন স্কুলে কম্বল বিতরণ করেছি। এই শীতে  ঠান্ডা লেগে অনেক রোগ বৃদ্ধি পায়। তখন এই শীতবস্ত্র অনেক কাজে লাগে। 

আরএস