বরিশালে চার দফা দাবিতে অটো শ্রমিকদের মানববন্ধন

বরিশাল ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০২:১১ পিএম

হলুদ আটো গাড়ীর লাইসেন্স নবায়ন সহ চার দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন অটো শ্রমিক কল্যাণ সংগঠনের শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল সিটি কর্পোরেশনের সামনে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারি চালিত ইজিবাইক (হলুদ অটো) শ্রমিক কল্যাণ সংগঠনের ব্যানারে  এ মানববন্ধন করেন তারা।

সংগঠনের সভাপতি মোশারফ গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল গাজীর সঞ্চালনায় লাইন সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক সজল সরদারসহ প্রায় ৫ শতাধিক অটো গাড়ীর মালিক এবং চালকরা মানববন্ধনে অংশ নেয়।  

মানববন্ধনে সংগঠনের শ্রমিকরা তাদের চার দফা দাবি তুলে ধরে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন থেকে ৭ হাজার ৬ শ‍‍` ১০ টি অটো গাড়ীর মহাজনী লাইসেন্স দিয়েছে।  কিন্তু সেই সকল লাইসেন্স গুলোর নবায়ন দিচ্ছে না সিটি কর্পোরেশন । তাই আজ আমরা লাইন্সের নবায়নসহ চার দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন করছি।

তাদের দাবিগুলো হলোঃ- সিটি কর্পোরেশন থেকে দেওয়া সকল লাইসেন্স এর নবায়ন দিতে হবে। পাশাপাশি অটো চালকদেরও চালক লাইসেন্স দিতে হবে। নগরীর রূপাতলী-নথুল্লাবাদ-লঞ্চঘাট-হাতেম আলী চৌমাথা এ সকল পয়েন্টে অটোর স্ট্যান্ড দিতে হবে। সকল রুটের ভাড়ার নির্ধারিত চার্ট করে দিতে হবে।

সিটি কর্পোরেশন আটো শ্রমিকদের দাবি গুলো দ্রুত মেনে না দিলে। পরবর্তীতে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

আরএস