কিশোরগঞ্জের কটিয়াদীতে সরিষার বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

আরমান মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০২:১৬ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলার ১টি পৌরসভা এবং ৯টি ইউনিয়নের বিস্তৃত মাঠজুড়ে এখন সরিষার হলুদ ফুলের ঢেউ। দূর থেকে দেখে মনে হয়, যেন কৃষকের জমিতে হলুদের চাদর বিছানো। সরিষার ফলন দেখে কৃষকের মনে আনন্দের ঝিলিক দেখা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর কটিয়াদীতে ৩৬৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৪৫ হেক্টর বেশি। চাষ হয়েছে উচ্চফলনশীল জাতের সরিষা—বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১। আবহাওয়া অনুকূলে থাকায় এবং আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারের ফলে এ বছর সরিষার ফলন অন্যান্য বছরের তুলনায় বেশি হয়েছে।

স্থানীয় কৃষক বিল্লাল মিয়া জানান, “আমন ধান কাটার পর সরিষার চাষ করেছি। সরিষার তেল আমার পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি সরিষার খৈল গরুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া সরিষার গাছ রান্নার জ্বালানি ও জৈব সারের উৎস হিসেবে দারুণ কাজে আসে। এ বছর সরিষা চাষে খরচ কম এবং ফলনও খুব ভালো হয়েছে।” স্থানীয় কৃষক চান্দপুর ইউনিয়নের কাজী মো. রিমন মিয়া বলেন, "আমি কটিয়াদী উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে সরিষার বীজ পেয়েছিলাম। এতে উদ্বুদ্ধ হয়ে এবার প্রথমবারের মতো ৩৫ শতাংশ জমিতে সরিষা চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে, তাই আমি আশাবাদী যে এবার লাভবান হতে পারব।"

সরিষার হলুদ ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ কটিয়াদীর সরিষার মাঠে ভিড় করছে। কেউ প্রিয়জনকে নিয়ে আসছেন, কেউ বা ছবি তুলে, ভিডিও তৈরি করে স্মৃতির ফ্রেমে বন্দি করছেন। এই সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়রা ছাড়াও আশপাশের এলাকা থেকেও মানুষ আসছেন।

কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, “সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আমরা চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। কম খরচে এবং অল্প সময়ে সরিষা ঘরে তুলতে কৃষকরা এখন আরো দক্ষ হয়ে উঠেছে। সরিষার বাম্পার ফলন দেশের ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সরিষার বাম্পার ফলন কৃষকদের জীবনে যেমন স্বস্তি এনেছে, তেমনি এটি দেশের তেল চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরিষা চাষের এ সাফল্য শুধু অর্থনৈতিক নয়, কৃষি খাতেও বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

আরএস