‘স্বাস্থ্য সেবাকে সার্বজনীন করে গড়ে তুলতে হবে’

বরিশাল ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৪:১০ পিএম

স্বাস্থ্য সেবাকে জনকল্যাণ বান্ধব করে গড়ে তুলতে বরিশালের অংশীজনদের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা করা হয়।

সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্যরা বলেন, স্বাস্থ্য সেবাকে সার্বজনীন করে গড়ে তুলতে হবে। সার্ভিসগুলো যাতে সহজলভ্য করা যায় সে লক্ষ্যেই কাজ করছে এই কমিশন।

এছাড়া লোকবল, মেশিনারিজসহ নানা ধরনের সমস্যা নিরসনে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন তারা।

এ সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সম্পর্কিত নানা ধরনের সমস্যা ও পরামর্শ তুলে ধরেন বিভিন্ন পর্যায়ের অংশীজনরা।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য এম এম রেজা, অধ্যাপক ডা. নায়লা জামান খান, অধ্যাপক ড সৈয়দ মো. আকরাম হোসেন।

এছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

ইএইচ