পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৯ জনকে কারাদণ্ড

ভেড়ামারা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৪:৫৩ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের কাজে জড়িত থাকার দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অবৈধভাবে বালি উত্তোলন চলছে এমন সংবাদ শুনে সহকারী কমিশনার মহসিন উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে মিরপুর সেক্টরে ৪৪ ব্যাটালিয়ান, ভেড়ামারা থানা ও পাবনা নৌ পুলিশের একটি চৌকস দল পশ্চিম বাহিরচরের হার্ডিঞ্জব্রিজ, ফেরিঘাট, মোসলেমপুর ঘাট, মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগ বাগগাড়ীপোল, কৈগাড়িপাড়া এবং বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটায় এক যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে জড়িত থাকার দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. আবুল কালাম, মো. আনারুল ইসলাম, মো. সোহাগ হোসেন, মো. আতিয়ার মিয়া, আল আমিন, মো. চঞ্চল হোসেন, শুভ রায়হান, শিমুল হোসেন।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, জাকিরুল ইসলাম এডি মিরপুর সেক্টরের ৪৭ ব্যাটালিয়ান, সাইফ এসআই ভেড়ামারা থানা, এসআই আব্দুল আলিম নৌ পুলিশ পাবনা, মহসিন উদ্দিন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়।

ইএইচ