জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের চান্দের হাওড়া এলাকায় আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন পাঁচতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেলে সেবা দেন প্রতিষ্ঠান দাতা পরিবারের সদস্য ডা. মাহবুবা জান্নাত।
ভবন উদ্বোধনের প্রধান অতিথি ছিলেন, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম।
এতে বিশেষ অতিথি ছিলেন, জামালপুর জেলা পুলিশ সুপার অপারেশন সৈয়দ মাসিদ আনোয়ার, সিভিল সার্জন ডা. ফজলুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জিন্নাত শহীদ পিংকি, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা ও আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
এর আগে একই এলাকায় মা খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসা ও এতিমখানার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগম।
ইএইচ