ঝালকাঠি সদর উপজেলার রামপুর জোড়াপোল এলাকায় গত ৬ জানুয়ারি সুদেব হালদার (২৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহত যুবকের বাবা সুব্রত হালদার। ঘটনার তৃতীয় দিনেও হত্যায় জড়িত কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
এতে ক্ষোভ জানিয়েছেন নিহতের পরিবার, স্বজন এবং এলাকাবাসী।
বৃহস্পতিবার ঝালকাঠির বাউকাঠি বাজারের ব্যবসায়ীরা দোকান ১ ঘণ্টার জন্য বন্ধ করে প্রতিবাদ জানায়।
পরে সকাল ১০টায় নিহত সুদেব হালদার বাউকাঠি বাজারস্থ মোবাইল ফোনের দোকানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সরদার মো. শহিদুল্লাহ, বাউকাঠি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুহুল আমিন ফকির, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ব্যবসায়ী রাহুল বাড়ি, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন মোল্লা, আলী হায়দার রাঁড়ি, মো. আবুবক্কর, সৈয়দ রুহুল আমিন, মো. বেল্লাল খান, মো. আনিস সিকদার এবং নিহতের সহোদর সাগর হালদার।
ইএইচ