বরুড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

বরুড়া প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৫:১২ পিএম

কুমিল্লার বরুড়া পৌরসভায় তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বরুড়া পৌরসভা মিলনায়তনে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক নু-এমং মারমা মংয়ের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা।

উপস্থিত ছিলেন, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নুর মোহাম্মদ শামীম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া।

এ সময় বক্তব্য দেন- বরুড়া পৌরসভা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোস্তাকিন পাটোয়ারী, তৌকির আলম পাবেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার প্রধান সহকারী সগির হোসেন, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. শরীফ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ