দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১৫: ভাঙচুর ও ব্যাপক লুটের অভিযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৬:১৮ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। হামলার ঘটনায় ব্যাপক ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়ি গ্রামে হামলা ও লুটের এ ঘটনা ঘটে।

হামলকারীরা বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে বলে জানা গেছে।

এ সময় তারা ২০টি গরু, ২৫টি ছাগল সহ কমপক্ষে ৫০ লাখ টাকার সম্পদ ও গবাদি পশু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পোয়ালবাড়ি গ্রামের রুহুল (৩৬) ও মোতালেবের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র প্রতিপক্ষ একই গ্রামের বুলবুল আহমেদ, জসিম উদ্দীন, তৌহিদুল ইসলাম ও বকুল হোসেনের বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলকারীদের বাঁধা দিতে গেলে সশস্ত্র প্রতিপক্ষ দুর্বৃত্তরা তাদের বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পর পর ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে চলে যায়। তবে যাওয়ার সময় হামলকারীরা ২০টি গরু, ২৫টি ছাগল, স্বর্ণালংকার সহ কমপক্ষে ৫০ লাখ টাকার সম্পদ ও গবাদি পশু লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও মহিষককুন্ডি বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

হামলায় অন্তত ১৫ জন আহত হলে ফরিদ (২২), জাহাঙ্গীর (২৬), সজীব (১৫) ও রিমনকে (১৭) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, হামলা ও সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ইএইচ