ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত তিন

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৭:৩৪ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে আসামি ধরতে যাওয়ার পথে এএসআই অলি উল্লাহ, গ্রামপুলিশ এবং সিএনজি চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিরগাঁও এলাকায় সিএনজি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, রূপসা এলাকা থেকে দ্রুত গতিতে আসা ট্রাক পুলিশের সিএনজিকে স্বজোরে ধাক্কা দেয়। সিএনজিতে থাকা থানার এএসআই অলি উল্লাহ, গ্রাম পুলিশ সদস্য খোরশেদ আলম ও সিএনজি চালক মো. জসিম উদ্দিন মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটি আটক করে থানায় খবর দিলে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং ট্রাকটি থানায় নিয়ে আসে।

এদিকে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার সিএনজি চালক জসিমকে প্রাথমিক চিকিৎসা দেন এবং এএসআই অলি উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম জানান, রূপসা এলাকায় আসামি ধরতে যাওয়ার প্রতি মধ্যে এএসআই অলি উল্লাহসহ তিনজন আহত হয়। আহতদের মধ্যে সিএনজি চালক ও গ্রাম পুলিশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এএসআই অলি উল্লাহর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বেপরোয়া ট্রাক চালক আলালকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।

ইএইচ