যশোরের চৌগাছায় উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির কার্যকরী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে চৌগাছা উপজেলা প্রশাসন ও জাস্টিস এন্ড কেয়ারের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা, আনছার-ভিডিপি কর্মকর্তা শাহাদাৎ হোসেন, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, এনজিও প্রতিনিধি রাসেল আশরাফ, ডা. ইয়াসির আরাফাত, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, শিক্ষার্থীকৌশিক হাসান রবিন, জাস্টিস এন্ড কেয়ার এর এরিয়া ব্যবস্থাপক এবিএম মহিদ হোসেন, প্রোগ্রাম অফিসার আফসানা প্রমুখ।
ইএইচ