কিশোরগঞ্জে শীতের উষ্ণতা কম্বল পেয়ে খুশি অসহায় শীতার্তরা

কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ১২:২৪ পিএম

কিশোরগঞ্জে শীতের উষ্ণতা কম্বল পেয়ে খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করেছে অসহায় শীতার্তরা। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরতলীর মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের এ আয়োজন করে ‍‍`মহিনন্দ ইউনিয়ন একতা সংঘ বন্ধু মহল‍‍` নামে একটি সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার দুপুর থেকেই কাশোরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জড়ো হতে থাকে অসহায় শীতার্ত মানুষ। কারও হাতে ছেঁড়া চাদর, কারও গায়ে পাতলা সোয়েটার। তাদের চোখে অপেক্ষা আর মুখে হাসি। কারণ, তারা জানে এখানে তাদের জন্য অপেক্ষা করছে শীত নিবারণের একটুখানি উষ্ণতা।

এই আয়োজনের পেছনে ছিলেন মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত পদ্মা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম।তিনি “মহিনন্দ ইউনিয়ন একতা সংঘ বন্ধু মহল” নামে একটি সামাজিক সংগঠনের সহযোগিতায় আয়োজন করেন দরিদ্রদের মাঝে কম্বল বিতরণের।আয়োজক জাহাঙ্গীর আলম জানান, “শীত আমাদের জীবনের একটি মৌসুম মাত্র, কিন্তু নিম্ন আয়ের মানুষের জন্য এটা এক নীরব যুদ্ধ। এ যুদ্ধে তাদের পাশে দাঁড়াতে হবে সবার।তাই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির সদস্য মাওলানা মাহমুদুর রহমান মাহমুদ, নোমান,  তৌফিক, ছোটন, মাইনদ্দিন, বাশার, শিবলী, রনি, বুলবুল, রিপন, হুমায়ূন, শরিফ, মান্নান, বাধন, পারভেজ, সোপান, নূরুলহুদা,এরশাদ, বুরহান, রায়হান, বাচ্চু, তৌহিদ, শফিসহ আরও অনেকে।

এদিন মহিনন্দ ইউনিয়ন একতা সংঘ বন্ধু মহল সংগঠনের সহযোগিতায় প্রায় পাঁচ শতাধিক অসহায় মানুষ পায় শীতের উষ্ণ চাদর কম্বল।

বিআরইউ