নেত্রকোণায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নেত্রকোণা প্রতিনিধি : প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০২:৫০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে শীতার্ত গরীব, দুঃখী, অসহায়, খেটে খাওয়া মেহনতি নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সাতপাই লেভেল ক্রসিং বাজার সংলগ্ন বাউল দলের দলীয় কার্যালয়ে নেত্রকোণা জেলা শাখা এই কম্বল বিতরণের আয়োজন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক বাবু রিপন দত্তের সভাপতিত্বে সদস্য সচিব মো. ইয়াসিন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবু শ্যামল ভৌমিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হাবিবুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম খোকনসহ অন্যান্যরা।

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কালে বক্তারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দেশের  সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

বিআরইউ