টাঙ্গাইলের ভূঞাপুরে সামাজিক সেবামূলক সংগঠন ভূঞাপুর ব্লাড ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গত চার বছরে সংগঠনটি ১৬’শ জন ডোনারের মাধ্যমে বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলার আউ ডোর রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।
ভূঞাপুর ব্লাড ব্যাংকের সভাপতি মো. বাপ্পী হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফি গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান জারিন তাসনিম রুশমা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, শিক্ষক সমিতির সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হাসান কফিল, ভূঞাপুর প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ সরোয়ার সাদি রাজু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ ও নিউ লাইফ ব্লাড ব্যাংকের সভাপতি মামুন সরকার, ক্রীড়া সম্পাদক কোরবান আলী তালুকদার, ভূঞাপুর ব্লাড ব্যাংক সংগঠনের উপদেষ্টা মণ্ডলী সহ উপজেলা ও বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ব্লাড ব্যাংকের রক্তযোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূঞাপুর ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক ফেরদৌস মোল্লা প্লাবন।
ইএইচ