গাজীপুরের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ ছিল।
গাজীপুর জেলা আমির ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুরা সদস্য মোহাম্মদউল্লাহর সঞ্চালনায় এ সম্মেলনে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মুহাম্মদ ইজ্জত উল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফরুকী।
সম্মেলন উপলক্ষ্যে গাজীপুরের কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এ কর্মী সম্মেলন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
জনসাধারণ আশা প্রকাশ করেন, জামায়াতে ইসলামীর এই কার্যক্রম দেশের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে।
ইএইচ