সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৭:১৬ পিএম

টঙ্গী ইজতেমা মাঠে হামলায় হতাহতের ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার বাদ আসর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ করে।

সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য দেন- সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা  আব্দুল খালেক, উপদেষ্টা মাওলানা আবু দাউদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামসুল হক, সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজল হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, অর্থ সম্পাদক হাফেজ আরিফুজ্জামান, সহ-প্রচার সম্পাদক মাওলানা মোমিনুল ইসলাম, মুফতি দেলোয়ার হুসাইন প্রমুখ।

ইএইচ