পিতৃহীন অসহায় বেশ কয়েকটি দরিদ্র মেয়েকে বিয়ে দিয়ে মানবিক ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপনসহ বরিশাল শহর এবং জেলার বিভিন্ন উপজেলার হতদরিদ্র মানুষের ভরসাস্থলকারী হয়েছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।
তিনি সরকারিভাবে সহায়তার পাশাপাশি বন্ধুবান্ধব এবং পরিচিত ব্যক্তিদের মাধ্যমেও দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। এমনকি নিজের বেতনের একটি অংশও অসহায় মানুষকে সহায়তা দিচ্ছেন।
সেই কর্মকতার জন্মদিন ছিল আজ। তার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দনের স্ট্যাটাসে ফেইসবুক ছিল পুরো গরম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় বয়েছে তার শুভেচ্ছার।
এছাড়াও সামাজিক সংগঠন লাল সবুজ, তরঙ্গ, প্রথম আলো বন্ধু সভার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে সাজ্জাদ পারভেজ’র জন্মদিন উপলক্ষ্যে নগরীর পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল কোরআন হাফেজি মাদরাসা পাবলিক এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং প্রায় শতাধিক এতিম শিশুরা জুম্মার নাজাম শেষে তার জন্য দোয়া করেছেন।
সাজ্জাদ পারভেজ বলেন, যারা শত ব্যস্ততার মাঝেও আমাকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় দিয়েছে। এবং কি জন্মদিন উপলক্ষ্যে উইশ করেছেন। পরিবার বন্ধু-বান্ধব শুভানুধ্যায়ী সবার ভালবাসা পেয়ে আমি আপ্লুত। তাই সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ইএইচ