ধামইরহাট সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ১১:৪৮ পিএম

নওগাঁর ধামইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবারের বিকাল ৫টায় উপজেলার বস্তাবর সীমান্ত চৌকি (বিওপি) সংলগ্ন শূন্য রেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১২৩ ব্যাট্যালিয়নের শিবরামপুর কোম্পানির কমান্ডারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) বস্তাবর কোম্পানির কমান্ডারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, বিএসএফ বলেছেন তারা সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে তারা কোনো বেড়া বা স্থাপনা করবে না। প্রতিশ্রুতি ভঙ্গ করে ১৫০ গজের মধ্যে বেড়া বা স্থাপনা করার চেষ্টা করলে বিজিবি প্রতিহত করবে।

ইএইচ